জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে ঢাবি ছাত্রদল নেতার রেইনকোট বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শ্রমজীবী মানুষের মধ্যে রেইনকোট বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একদল নেতাকর্মী।
শনিবার (৩১ মে) সন্ধ্যায় ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমীনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিখর’-এর ব্যানারে রেইনকোট বিতরণ করা হয়।
এ বিষয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন গরিব-দুঃখী মানুষের আশ্রয়স্থল। তার আদর্শ ও মানবিক চিন্তাধারাকে স্মরণ করে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে রেইনকোট বিতরণের উদ্যোগ নিয়েছি। বর্ষাকালে রাস্তায় কাজ করা শ্রমজীবী মানুষ, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুররা ভিজে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের পাশে দাঁড়ানোই জিয়ার দর্শন অনুসরণের প্রকৃত প্রয়াস।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি শহীদ জিয়ার দেখানো পথে হাঁটলে মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারব। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আল মামুনসহ হল পর্যায়ের নেতাকর্মীরা।
এসএআর/এসএসএইচ