হিজাবধারী শিক্ষার্থীদের পরিচয় শনাক্তে ঢাবির পথ অনুসরণ করল ঢামেক

হিজাব ও নিকাব পরিহিত নারী শিক্ষার্থীদের পরিচিয় শনাক্তে ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান রেখে নারী শিক্ষক দ্বারা শনাক্তকরণের বিশেষ ব্যবস্থা করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের অনেক নারী শিক্ষার্থী ধর্মীয় অনুশাসনের কারণে হিজাব অথবা নিকাব পরিধান করে ক্লাস ও পেশাগত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে। এমতাবস্থায়, তাদের চেহারা শনাক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিলে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নারী শিক্ষক দ্বারা চেহারা শনাক্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে ৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কার্যালয়ের অনুষ্ঠিত ডিনস্ কমিটির সভায় ঢাবির হিজাব ও নিকাব পরিহিত নারী শিক্ষার্থীদের নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে পরিচিয় শনাক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে।
এসএআর/এমএ