বড় দল হওয়ার যুক্তি দিয়ে হত্যা ও চাঁদাবাজি জাস্টিফাই করছে বিএনপি

বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক সংহিতায় হত্যা ও চাঁদাবাজির মতো কার্যক্রম ‘বড় দল’ হওয়ার যুক্তি দিয়ে জাস্টিফাই করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।
শুক্রবার (৬ জুন) বিকেলে ঢাবি শিবির সেক্রেটারি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এই অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি বদলের যে সুযোগ এসেছিলে সেটাকে নিজ হাতে ধ্বংস করেছে বিএনপি। চাঁদাবাজি থেকে হত্যাকাণ্ডের মত ঘটনায় দলের সবচেয়ে কাণ্ডজ্ঞানসম্পন্ন মানুষদের আমরা ‘বড় দল’ হওয়ার মত খোঁড়া যুক্তি দিয়ে এসবকে জাস্টিফাই করতে দেখেছি।’

তিনি আরও লেখেন, ‘আগস্টের পর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো নিজ কর্মী, বিরোধী মত এবং সাধারণ মানুষ মিলিয়ে হত্যার সেঞ্চুরি পূর্ণ করেছে লক্ষ্মীপুরের জামায়াত নেতা ইমাম মাওলানা কাউসারকে হত্যা করার মধ্য দিয়ে। তার অপরাধ ছিল সমাজবিধ্বংসী মাদকের বিরুদ্ধে কথা বলা। অনাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোরবানি ঈদের আগেই মাওলানা কাউসার এবং তার পরিবারের এই কোরবানি আল্লাহ কবুল করুন।’
এসএআর/এসআইআর