শহীদ সাজিদের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা জবি শিবিরের

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ইকরামুল হক সাজিদের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতারা।
শনিবার (৭ জুন) শাখা শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম শহীদ সাজিদের পরিবারের সঙ্গে দেখা করেন।
এ বিষয়ে রিয়াজুল ইসলাম বলেন, শহীদ সাজিদ ভাই আমাদের গর্ব ও প্রেরণার উৎস। সাজিদ ভাইদের আত্মত্যাগের বিনিময়ে আজ জাতি এক স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছে। ইসলামী ছাত্রশিবির সবসময় শহীদ পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা সাজিদ ভাইয়ের বাবার অসুস্থতার খবর পেয়েছি এবং পরিবারকে আশ্বস্ত করেছি যে আমরা সবসময় তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
আরও পড়ুন
শাখা শিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের সব শহীদ ও আহত পরিবারের কাছে এ জাতি চিরঋণী। তাদের প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে শহীদ ইকরামুল হক সাজিদ ভাইয়ের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি এবং ঈদ উপহার প্রদান করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সবসময় শহীদ সাজিদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।
শহীদ সাজিদের বোন ফারজানা হক বলেন, সাজিদের চলে যাওয়া আমাদের পরিবারের ওপর যে আঘাত এনেছে, তা কখনোই পূরণ করা সম্ভব নয়। এখন বাবার অসুস্থতা আমাদের আরও এক দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। সকলের কাছে দোয়া চাই আমাদের পরিবারের জন্য। আজ শিবিরের ভাইয়েরা আমাদের খোঁজ নিতে বাসায় এসেছেন, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
এমএল/এসএসএইচ