জুনে হচ্ছে না ঢাবির সিনেট অধিবেশন

প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের বার্ষিক অধিবেশন জুন মাসে অনুষ্ঠিত হয়। তবে নানাবিধ জটিলতার কারণে এবার নির্ধারিত সময় জুনে হচ্ছে না সিনেটের বার্ষিক অধিবেশন।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ঢাবির প্রস্তাবিত বাজেট উপস্থাপন শেষ এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।
কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রশাসনিক জটিলতার কারণে এ বছর নির্ধারিত সময়ে সিনেট অধিবেশন আয়োজন সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, সিনেটে যেসব শিক্ষক প্রতিনিধি রয়েছেন, তাদের ২৫ জনের মেয়াদ ১৫ জুন শেষ হয়েছে। এছাড়া ৩৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের মধ্যে অনেকেই ফ্যাসিবাদের সহযোগী হিসেবে পরিচিত, যা একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের সমস্যার কারণেই আমরা পূর্বে একটি সিন্ডিকেট সভাও আয়োজন করতে পারিনি।
তিনি কোষাধ্যক্ষ, সিনেট অধিবেশনে সরকারের পক্ষ থেকেও প্রতিনিধি থাকার কথা, কিন্তু এখনো সরকার সেই প্রতিনিধি মনোনয়ন দেয়নি। ফলে এটি আমাদের কোনো অবহেলার ফল নয়, বরং প্রশাসনিক জটিলতার কারণেই নির্ধারিত সময়ে সিনেট অধিবেশন সম্ভব হচ্ছে না।
এসএআর/এমএন