ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ইরানে দখলদার জায়োনিস্ট ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (১৮ জুন) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই বিশ্ব শান্তি। বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো একসাথে না থাকলে বিশ্বে মুসলিম বিলীন হয়ে যাবে। পশ্চিমা বিশ্ব নিউক্লিয়ার বোমা তৈরি করে কিন্তু কোনো মুসলিম দেশ তা করলে তাদের (পশ্চিমা দেশ) জন্য হুমকি হয়ে যায়। মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা ইরানসহ সব মুসলিম রাষ্ট্রের পক্ষে আছি। আমরা বিশ্ব মানবতার পক্ষে আছি।
আরও পড়ুন
ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের বলেন, আমেরিকার সহযোগিতা ও প্রত্যক্ষ মদদ ছাড়া ইসরায়েল ইরানে হামলা করার সামর্থ্য রাখে না। ইসরায়েল বর্তমানে যা করছে তা একটি বৈশ্বিক সন্ত্রাস। তারা আত্মরক্ষার কথা বলে। কিন্তু আত্মরক্ষার কথা বলে নিরীহ মানুষকে হত্যা করা কি মানবাধিকার?
তিনি আরও বলেন, ইসরায়েল শান্তি চুক্তির নামে ছলচাতুরী করে, তারা গোলান মালভূমি দখল করে, গাজা উপত্যকা দখল করে, পুরো ফিলিস্তিনকেই দখল করে নেয়। যদি আন্তর্জাতিক বিশ্ব তাদের সুযোগ না দিতো, তারা এই নৃশংসতা করতে পারতো না। ইরানের পক্ষে দাঁড়াতে মুসলিম হতে হয় না; মানবতার কারণে মজলুমদের পাশে দাঁড়ানো যায়। কোনো অমুসলিম দেশ ইহুদিদের দ্বারা আক্রান্ত হলে আমরা তার পাশেও দাঁড়াবো।
আন্দলিব নামের এক ব্যক্তি তার বক্তব্যে বলেন, আমরা পৃথিবীতে আর কোনো যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। যুদ্ধের কারণে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে, আমরা তা চাই না। আমরা জুলাই চেতনা ধারণ করি। আমাদেরকেও সতর্ক থাকতে হবে, মোসাদের মতো কোনো গোয়েন্দা সংস্থা যেন আর আমাদের দেশে ঘাটি বানিয়ে তথ্য পাচার করতে না পারে। বিশ্বের সব মানুষ শান্তিতে থাকুক, এটাই আমরা চাই।
এসএআর/এআইএস