৫০০ নবীন শিক্ষার্থীকে কুরআন উপহার দিল জবি শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। এ সময় প্রায় ৫০০ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআনের কপি বিতরণ করা হয়।
রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংগঠনটি জানায়, নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন উপহার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ছাত্রশিবিরের ডেস্ক থেকে বিনামূল্যে কুরআন সংগ্রহ করতে পারবেন। সারাদিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুন
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ও মানোন্নয়নই আমাদের কাজের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নৈতিকতা-বোধসম্পন্ন মানুষ হতে পারে, তারই ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ে আসা নবীন শিক্ষার্থীদের মাঝে কুরআন মাজিদ ও কলম উপহার দেওয়ার কর্মসূচি নিয়েছি। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের আগের শিক্ষার্থীদের মাঝে কুরআন দেওয়ার কর্মসূচিতে যারা রেজিস্ট্রেশন করেছিল, তাদেরকেও দেওয়া হবে। দিনব্যাপী এ কর্মসূচিতে ১,০০০ শিক্ষার্থীকে উপহার দেওয়ার পরিকল্পনা আছে।
এমএল/এমএসএ