ঢাবির ২ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন ছাত্রদল নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জগন্নাথ হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে প্রায় ছয় হাজার রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল ও পুঁটি মাছের পোনা ছাড়া হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ ফরহাদ প্রমুখ।
পোনা অবমুক্তকরণ কার্যক্রম শেষে আরিফুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শুধু আবাসন বা পাঠ চর্চার স্থান নয়, এটি আমাদের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই, এই পরিবেশ আরও প্রাণবন্ত হোক। পুকুরে মাছের পোনা ছাড়ার মাধ্যমে আমরা শুধু প্রাকৃতিক ভারসাম্যই ফিরিয়ে আনছি না, বরং ভবিষ্যতে শিক্ষার্থীদের পুষ্টির উৎসও তৈরি করছি।
তিনি আরও বলেন, মাছ চাষের এমন উদ্যোগ শুধু পরিবেশবান্ধবই নয়, এটি শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিতভাবে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জানা যায়, দীর্ঘদিন ধরেই এসব পুকুরে মাছ চাষ কার্যত বন্ধ ছিল। ফলে একদিকে যেমন জলের জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছিল, তেমনি প্রাকৃতিক ভারসাম্যেও দেখা দিচ্ছিল বিচ্যুতি। আরিফুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেক শিক্ষার্থী।
পোনা অবমুক্তকরণে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, সদস্য মোহাম্মদ রফিকউল্লাহ, সার্জেন্ট জহুরুল হক হলের সহ আইন সম্পাদক সাফওয়ান হাসান তামিম, জগন্নাথ হলের সহ প্রচার সম্পাদক হৃষীকেশ কুন্ডু, নাসির উদ্দিন সুমন, মোস্তফা হোসেন লিখন, হাসিবুর রহমান আসিফ, প্রসেনজিৎ বিশ্বাস, মোহাম্মদ মারুফ, হারুনুর রশিদ, ইসমাইলুর রহমান পারভেজ, নিত্যানন্দ পাল, গাজী মোহাম্মদ ওমর ফারুক, আকিব, মোস্তাক আহম্মদ রাতুল প্রমুখ।
এসএআর/এমএন