ঢাবি শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা জরুরি ওষুধ ও ফ্রি ফার্স্ট এইড সেবা চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা এখন থেকে ২৪ ঘণ্টা জরুরি ওষুধ ও ফ্রি ফার্স্ট এইড সেবা গ্রহণ করতে পারবেন। ‘সততা মেডিসিন কর্নার’ নামে এ সেবাটি চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে।
শনিবার (২৮ জুন) এই ব্যতিক্রমী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ফারুক শাহ।
সেবাটি সেলফ-সার্ভিস পদ্ধতিতে পরিচালিত হবে। শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ওষুধ নিতে পারবেন এবং মূল্য তালিকা অনুযায়ী নির্ধারিত অর্থ ক্যাশবক্সে জমা দিতে পারবেন, কিংবা বিকাশ বা নগদ অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। কর্নারে থাকা ১২টি জরুরি ওষুধ নিয়মিত রিফিলের মাধ্যমে সরবরাহ করা হবে।
আরও পড়ুন
এ ছাড়াও কর্নারে একটি ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন রাখা হয়েছে, যা শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
এ বিষয়ে আবাসিক শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরেই হলে এমন জরুরি সেবার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। অবশেষে তা বাস্তবে রূপ পেয়েছে। আমরা এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাই।
হলের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের সভাপতি আল মেহরাজ শাহরিয়ার মিথুন বলেন, রাতের বেলা আশপাশে কোনো ফার্মেসি খোলা না থাকলে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। এই সততা মেডিসিন কর্নার সেই দুর্ভোগ লাঘব করবে। এটি সম্পূর্ণ সততার ভিত্তিতে পরিচালিত একটি খোলা সেবা, যা সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে।
এসএআর/এমএসএ