প্রথমবারের মতো থিসিস ও এমফিলে বরাদ্দ পাবে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরে ২৯৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে গবেষণা খাতের ৮ কোটি টাকা বরাদ্দ থেকে এক কোটি টাকা মাস্টার্সের শিক্ষার্থীদের থিসিস এবং এমফিল ও পিএইচডি করা শিক্ষার্থীদের জন্য এক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে পরিচালন ও উন্নয়ন বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন।
ড. সাবিনা শরমিন বলেন, এবার প্রথমবারের মতো আমরা শিক্ষার্থীদের থিসিসের জন্য ৫০ লক্ষ ও এমফিল পিএইচডির জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ রেখেছি। এই বরাদ্দ দেওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে গবেষণা করার একটি প্রবণতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা রাখি।
এবারের জবির বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত ঘাটতি বাজেটসহ বরাদ্দের তুলনায় ৯৬ কোটি ৮২ লক্ষ টাকা বৃদ্ধি করে এবারের ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত মূল বাজেট ২৯৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা। যা ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত ঘাটতি বাজেটসহ বরাদ্দের তুলনায় ৪৮ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই প্রস্তাবিত বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ১৮৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়ে ১১০ কোটি টাকা ঘাটতি বাজেট দেখানো হয়েছে। এই ঘাটতি বাজেট থেকে ৬০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূরক বৃত্তি ও অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউজিসি। এছাড়া বাকি ৫০ কোটি টাকা ৩১টি খাতে ঘাটতি দেখানোর কথা বলেছে বাজেট সংশ্লিষ্টরা।
এমএল/এমজে