শিবিরের ইসলামি সংগীতে মডেলিং, ঢাবি ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
সোমবার (৩০ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়।
বহিষ্কারের নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও সংগঠনটির একাধিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি ইসলামি সংগীতচিত্র ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ মডেল হিসেবে অংশ নেওয়াই শরীফের বহিষ্কারের পেছনে প্রধান কারণ হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।’
বহিষ্কৃত ছাত্রদল নেতা শরীফ উদ্দিন সরকার ঢাবি শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক পদেও দায়িত্বে ছিলেন। শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী।
বহিষ্কারের বিষয়ে শরীফ উদ্দিন সরকারের মন্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি।
এসএআর/এমএন