নীল দলের শিক্ষকদের পুনর্বাসনের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে আওয়ামী দোসর নীল দলের শিক্ষকদের পুনর্বাসনের অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ (বুধবার) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় তারা ‘স্বৈরাচারের গদিতে, আগুন জালাও একসাথে,’ ‘সাদা-নীল ভাগাভাগি, এই ক্যাম্পাসে হবে না,’ ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান,’ ‘আওয়ামী লীগের চামচারা হুঁশিয়ার সাবধান,’ ‘গণহত্যার মদদদাতারা, হুশিয়ার সাবধান,’ ‘ঢাবি ক্লাবে হবে না, দালালদের ঠিকানা’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ফ্যাসিবাদী আওয়ামী দোসর নীল শিক্ষকদের পুনর্বাসন করা হয়েছে। এর সাথে জড়িত আছে সাদা দলের শিক্ষকরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় তারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কমিটি বাতিল করে ক্লাব থেকে সকল ফ্যাসিবাদের দোসরদের উৎখাতের জোর দাবি জানান।
মানববন্ধনে ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর অতিক্রম হতে না হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুনি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। ঢাবি ক্লাবের ১৫ জনের কমিটির ৭ জন নীল দলের, এটা সাদা দলের শিক্ষকদের জন্য লজ্জার। খুনি হাসিনাকে যারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে, তাদের পুনর্বাসন করছে। তারা এর মাধ্যমে জুলাইয়ের আহত ও শহীদদের সাথে প্রতারণা করেছে। ক্ষতিয়ে দেখা হোক কোন স্বার্থে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে।
অপর এক শিক্ষার্থী আশিক খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থী নির্যাতনের বৈধতা দিয়েছিল নীল দলের শিক্ষকরা। আমরা দেখেছি ৫ আগস্টের পরেও নীল দলের শিক্ষকরা ঢাবি ক্লাবে বিপ্লব বেহাত করতে ষড়যন্ত্র করে গেছে। তখনও আমরা সোচ্চার ছিলাম। কিন্তু ঢাবি ক্লাবের কমিটিতে সাদা দলের মদতে এসকল ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করা হচ্ছে। এমনকি নীল দলের সেক্রেটারিও এই কমিটিতে রয়েছে। ৫ আগস্টের পরেও কিভাবে তারা পুনর্বাসন হয়? ঢাবি ক্লাবের জন্য এ দিনটি একটি কাল দিন হিসেবে রয়ে যাবে।
আরও পড়ুন
তিনি দাবি জানিয়ে বলেন, ঢাবি ক্লাবকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করে ফ্যাসিবাদ মুক্ত ক্লাব তৈরি করতে হবে। দেশবিরোধী সকল সিদ্ধান্ত এই শিক্ষকদের থেকেই আসতো। গণহত্যার মদদদাতা ও বৈধতা দানকারী সকল শিক্ষকদের ক্লাব থেকে উৎখাত করতে হবে নাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এসএআর/এনএফ