জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, দ্রুত শাস্তির দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর উপর শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের হামলার ঘটনায় আইনানুগভাবে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছে বিভাগটি।
রোববার (১৩ জুলাই) ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১০ জুলাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্রদের সঙ্গে অন্য বিভাগের ছাত্রসহ অন্যগ্রুপের মধ্যে সংগঠিত ঘটনায় বিভাগের দুইজন শিক্ষক সমঝোতা করতে যান। এসময় সেই শিক্ষকরা শারীরিকভাবে হেনস্তার শিকার হন। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একাডেমিক কমিটির ১৮৭-তম (জরুরি সভা) সভায় সংগঠিত এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একইসঙ্গে ঘটনার তদন্তপূর্বক দোষীদের আইনগতভাবে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য জোর দাবি জানানো হয়।
আরও পড়ুন
এর আগে, আজ বেলা ১১টায় বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে ভিসি ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। এরপর সংবাদ সম্মেলনে অছাত্রদের রাজনীতি নিষিদ্ধসহ তিন দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদের গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতকর্মীরা। একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর শুরু করে তারা।
এমএল/এআইএস