ঢাবিতে আবারও ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার’ স্লোগান

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের এক ঐতিহাসিক বাঁক পরিবর্তনের দিন ছিল ২০২৪ সালের ১৪ জুলাই। সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (১৪ জুলাই ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আয়োজন করা হয় একটি প্রতীকী মিছিল।
রাজু ভাস্কর্য চত্বরে রাত ১০টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হন। কর্মসূচিটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে আয়োজন করা হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার’, ‘কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার’, ‘ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও পাবে না? তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?
এই মন্তব্য আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ওই রাতেই ঢাবির শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হল ছেড়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। দেশজুড়ে শুরু হয় এক নতুন মাত্রার ছাত্র আন্দোলন। মাত্র তিন সপ্তাহ পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
বর্ষপূর্তির দিনে আয়োজকদের একজন বলেন, তৎকালীন শাসক শেখ হাসিনা আমাদের রাজাকার বলে অপমান করেছিলেন। সেই কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদের এক বছর পূর্ণ হওয়ায় আমরা আজ এই প্রতীকী মিছিল করেছি।
এসএআর/আরএআর