১৪ জুলাই নারী শিক্ষার্থী দিবস ও ১৭ জুলাই সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা

প্রতি বছর ১৪ জুলাইকে নারী শিক্ষার্থী দিবস ও ১৭ জুলাইকে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে আলন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে জুলাই অভ্যুত্থান চলাকালীন ঢাবির নারী শিক্ষার্থীদের বিক্ষোভ স্মরণে প্রতীকী রাত দখল কর্মসূচির অনুষ্ঠানে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
তিনি বলেন, ছাত্র-জনতার এ অভ্যুত্থান একটু নতুন সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছে। এটি যেন আমরা আমানত হিসেবে রক্ষা করতে পারি সে চেষ্টা করতে হবে। নারীদের এ অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী দিবস হিসেবে ঘোষণা করছি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হবে। একই সাথে ১৭ জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করছি। এটিও একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে।
জুলাই অভ্যুত্থান চলাকালীন ১৪ জুলাই শিক্ষার্থীদের রাজাকার তকমা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হলের গেটের তালা ভেঙে টিএসসিতে জড়ো হন। সেদিন ছাত্রদের চেয়ে ছাত্রীদের উপস্থিতিই ছিল বেশি। সেদিনের সেই নারী শিক্ষার্থীদের উপস্থিতিই শেখ হাসিনার রাজাকার গালির উপযুক্ত জবাব ছিল বলে মনে করেন বিশ্লেষকরা।
১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের কোটা আন্দোলন বিরোধী ছাত্রলীগ নেতাকর্মীদের রুম ভাঙচুর এবং তাদেরকে হল ছাড়তে বাধ্য করেন শিক্ষার্থীরা। এটাকেই সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হলো।
এসএআর/আরএআর