ঢাবির প্রশাসনিক ভবনে অফিস সময়ে বিএনপির সদস্য সংগ্রহ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে শাহবাগ থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। শাহবাগ থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সেখানেই অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
গত সোমবার (২১ জুলাই) যখন ঢাবির তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন তার ফেসবুকে ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, প্রতিদিন ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে। জাতীয়তাবাদী আদর্শের ভাই ও বোনদের ফরম নবায়ন ও নতুন সদস্য ফরম পূরণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। ছবিগুলোতে স্পষ্ট দেখা যায়, শাহবাগ থানা বিএনপির ২১ নম্বর ওয়ার্ডের সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে।
আরও পড়ুন
জানা গেছে, অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মনিরুল ইসলাম, ভিসি অফিসের সহকারী রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান, সহকারী হিসাব পরিচালক মোহাম্মদ মোন্তাজ আলী, মনোবিজ্ঞান বিভাগের অ্যাডমিনেস্ট্রিটিভ অফিসার মো. সফিউল্যাহসহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা ও কর্মচারী অফিস সময়ে সেখানে উপস্থিত ছিলেন এবং সদস্যপদ নবায়ন বা নতুন ফরম পূরণে অংশ নেন।
সহকারী রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান প্রথমে বিষয়টি অস্বীকার করলেও ছবির কথা উল্লেখ করলে স্বীকার করেন যে তিনি সেখানে ৫ মিনিট ছিলেন।
তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন দাবি করেন, আমি শুধু সদস্যপদ নবায়ন করেছি, আয়োজনের সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই। ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে তিনি পোস্টটি মুছে ফেলবেন।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মনিরুল ইসলাম অবশ্য স্পষ্টভাবে বলেন, আমাদের স্থায়ী অফিস নেই, তাই একদিনের জন্য আমরা এখানে কার্যক্রম করেছি। এটা আমাদের উচিত হয়নি।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার সদস্য সচিব মহির আলম বিষয়টিকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন আখ্যা দিয়ে বলেন, সরকারি কর্মচারী হয়ে তারা রাজনৈতিক কার্যক্রমে অংশ নিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। অফিস সময়ে রাজনীতি করতে চাইলে তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমি বিষয়টি মাত্রই জানলাম। রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে নিশ্চিত হবো যে কোনো অনুমতি দেওয়া হয়েছিল কিনা। ভবিষ্যতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
এসএআর/এআইএস