দুর্ঘটনার কবলে ইবির শিক্ষক বহনকারী বাস, আহত ৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক বহনকারী কোস্টার বাস (এসি মিনিবাস) এবং যাত্রীবাহী রূপসা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসচালক ও দুজন শিক্ষকসহ অন্তত আটজন আহত হয়েছেন। গুরুতর আহত বাসচালকসহ অন্যান্যদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে শিক্ষকদের ক্যাম্পাসে আনার পথে সদর উপজেলার এগারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- কোস্টার চালক নজরুল ইসলাম, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রারসহ আরও কয়েকজন। এর মধ্যে চালক নজরুল ইসলামের এক হাত ভেঙে গেছে এবং কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে। অন্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক বহনকারী বাসটি এগারোমাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রূপসা পরিবহনের বাসটি একটি ভ্যানকে ওভারটেক করার সময় সরাসরি কোস্টারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই রূপসা বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭-৮ জন আহত হয়েছেন। এর মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং কোস্টার চালক নজরুল ইসলামও রয়েছেন। গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এখন পর্যন্ত একজনের অবস্থা গুরুতর।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহিনুজ্জামান বলেন, আমাদের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ছোট একটি অপারেশন করা লাগতে পারে।
রাকিব হোসেন/আরএআর