৬৫ বছরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, উদযাপনে নেই জাঁকজমক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১৮ আগস্ট)। দেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৬১ সালের এই দিনে যাত্রা শুরু করে ‘কৃষি শিক্ষার মাতৃ প্রতিষ্ঠান’ খ্যাত ক্যাম্পাসটি। ইতিহাস, ঐতিহ্য আর গবেষণার মানদণ্ডে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও পেয়েছে বাকৃবি।
তবে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে বিশেষ কোনো আয়োজন নেই। উদযাপনেও নেই কোনো জাঁকজমক। এমনকি চলমান থাকবে ক্লাস পরীক্ষাও।
জানা যায়, দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস স্থগিত থাকবে। তবে চলমান পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ের পূর্বে ও পরে ক্লাস স্বাভাবিকভাবে চলবে।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, দিবসটির শুরুতে এরপর জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ এবং আনন্দ র্যালির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
এরপর বৃক্ষরোপণ এবং বিশ্ববিদ্যালয় লেক ও ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে সেমিনার—“গৌরবের ৬৫ বছর: অর্জন ও সম্ভাবনা”।
বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান বলেন, প্রতিবছরের মতো এবছরও প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে আনন্দ র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তবে ভারী খাবারের ব্যবস্থা কিংবা টি-শার্টের ব্যবস্থা রাখা হয়নি। পূর্বের বছরগুলোর মতো এবারও সাদামাটাভাবে দিবসটি উদযাপন করা হবে।
মোসাদ্দিকুল ইসলাম তানভীর/এএমকে