জুলাই আন্দোলনে যুক্ত থাকায় বিতর্ক ক্লাবে বহিষ্কৃত মোশাররফ লড়বেন ডাকসুতে

কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হওয়া এবং তা নিয়মিত ফেসবুকে পোস্ট করায় ডিবেটিং ক্লাবের নেতৃত্ব থেকে বহিষ্কার করা সেই আলোচিত শিক্ষার্থী এবার দাঁড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে।
গত বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হতে যাওয়া হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
ওই শিক্ষার্থীর নাম মোশাররফ হোসাঈন। এবারের হল সংসদ নির্বাচনে নিজ হল শেখ মুজিবুর রহমান হল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
আরও পড়ুন
শুধুমাত্র আন্দোলনে যুক্ত থাকা এবং তা ফেসবুকে পোস্ট করায় বিতর্ক ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছিল মোশাররফকে। কোটা সংস্কার আন্দোলনের প্রাথমিক পর্যায়ে এমন ঘটনা সে সময় বেশ সমালোচনার জন্ম দেয়। জানা যায়, মোশাররফ হোসাঈন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এসময় কোটা আন্দোলন চলাকালে গত বছরের ৬ জুলাই বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তুলে তাকে বহিষ্কার করা হয়। সে সময় সংগঠনের কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই তাকে বহিষ্কারাদেশ দেন বিভাগের ডিবেটিং ক্লাবের মডারেটর ও একই বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন। বর্তমানে ঐ শিক্ষক নানা অভিযোগ মাথায় নিয়ে শিক্ষার্থীদের বয়কটের তালিকায় রয়েছেন।
সে সময় বহিষ্কারাদেশের প্রতিক্রিয়ায় মোশাররফ হোসাইন বলেন, “আমি কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত থাকায় আমাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই সংগঠনের মডারেটর ড. আ ক ম জামাল উদ্দিন স্যার একতরফাভাবে কোনো নিয়মের তোয়াক্কা না করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আদালত অবমাননার কথা বলে আমার নামে মামলা দেওয়ার হুকমি দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমি এসব হুমকি এবং বহিষ্কার আদেশের কারণে একটুও বিচলিত বা ভীত নই। আমি এবং আমরা সহযোদ্ধারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাব।”
বর্তমানে মোশাররফ হোসাঈন বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মুজিব হল কুইজ ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আপ্যায়ন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এসএআর/এআইএস