মুজিব হল সংসদের ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জিদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর চ্যাম্পিয়ন জুনায়েদ রহমান জিদান এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন মুজিব হল সংসদের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে।
গত ২০ আগস্ট তিনি হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দেন।
ঢাবির মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষ ও শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী জিদান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর চ্যাম্পিয়ন। এছাড়া তিনি আন্তঃকলেজ ক্রিকেটে (২০২২ ও ২০২৩) বিভাগীয় পর্যায়ে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন। শুধু ক্রিকেট নয়, তিনি একজন দক্ষ এথলেটও। আন্তঃকলেজ অ্যাথলেটিক্সে ঢাকা মহানগরে সিলভার ও ব্রোঞ্জ পদক জয় করেছেন। লং ডিস্ট্যান্স রান (৫ কি মি, ১০ কি মি, ২১ কি মি) সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতাও রয়েছে তার।
আরও পড়ুন
জিদান বলেন, “ছোটবেলা থেকেই খেলাধুলা আমার রক্তে মিশে আছে। এক সময় মনে হয়েছিল ক্রীড়াঙ্গনেই হয়ত গড়ে উঠবে আমার স্বপ্নের ক্যারিয়ার। কিন্তু মানুষের স্বপ্নের চেয়ে সৃষ্টিকর্তার পরিকল্পনা অনেক বড় তাই হয়ত সে পথে যাওয়া হয়নি। তবে ক্রীড়ার প্রতি আমার ভালোবাসা ও সম্পর্ক কোনোদিনই ক্ষয় হয়নি, হচ্ছেও না, আর হবেও না ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন বারবার অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার নগ্ন দলিল হয়ে দাঁড়িয়েছে। হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের একরোখা অবহেলায় শিক্ষার্থীরা খেলাধুলার প্রাথমিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। অ্যাকাডেমিক চাপের ভিড়ে যেখানে শিক্ষার্থীরা খানিকটা স্বস্তির নিশ্বাস খুঁজে পেতে চেয়েছে, সেখানে খেলাধুলার সুযোগগুলোও ক্রমে ম্লান হয়ে গেছে।”
জিদান জানান, নির্বাচিত হলে শেখ মুজিবুর রহমান হলের ক্রীড়াঙ্গনে স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করবেন এবং মুজিব হলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নেতৃত্বস্থানীয় অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বদা বদ্ধপরিকর থাকবেন।
এসএআর/এআইএস