হাবিপ্রবির পরীক্ষা স্থগিত

দিনাজপুরে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় এবং লকডাউন হওয়ায় হাবিপ্রবিতে চলমান সশরীরে পরীক্ষা ১৫ জুন (মঙ্গলবার) থেকে ২১ জুন (সামবার) পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। হাবিপ্রবির উপাচার্য ড. বিধান চন্দ্র হালদারের নির্দেশে রেজিস্ট্রার ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনাজপুর সদরে করোনাভাইরাস শনাক্ত এবং মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ কারণে সদর উপজেলায় মঙ্গলবার (১৫ জুন) থেকে ২১ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন ঘোষিত এলাকার মধ্যে সকল প্রকার পরিবহন বন্ধ থাকবে।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষাগুলো লকডাউন চলাকালীন পর্যন্ত স্থগিত করা হলো। লকডাউন শেষ হলে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে স্থগিত পরীক্ষাগুলো পরবর্তীতে যত দ্রুত সম্ভব নতুন প্রকাশিতব্য রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সারাদেশে গত ২৪ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি চলে আসছে। আন্দোলনে সামিল হয়েছিলেন হাবিপ্রবির শিক্ষার্থীরাও। এর পরিপ্রেক্ষিতে ৩১ মে ডিনদের সভা অনুষ্ঠিত হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ১০ তারিখ থেকে পরীক্ষা নিতে অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসপি