ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি রিচার্জ সোসাইটি (ইইউআরএস)।
অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি ইইউআরএসের লোগো উন্মোচন করেন এবং বক্তব্যে উচ্চশিক্ষায় গবেষণার অপরিহার্য ভূমিকা তুলে ধরে ইইউআরএসকে “শিক্ষার্থীদের জন্য নতুন সূচনা” বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান। তারা শিক্ষার্থীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করেন।
আইন অনুষদের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল হক একটি কনফারেন্স পেপার কিভাবে লিখতে হয় সেই সেশন উপস্থাপন করেন। এতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গবেষণাপত্র রচনায় তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও ইইউআরএসের প্রধান সমন্বয়ক ড. আবু বিন ইহসান। তিনি সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শিক্ষক–শিক্ষার্থীদের গবেষণামুখী কার্যক্রমে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
ইইউআরএস উদ্বোধনের মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটিতে গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও বৈশ্বিক একাডেমিক অঙ্গনে অবদান রাখার সুযোগ তৈরি করবে।
এআইএস
