চবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (৩১ আগস্ট) রাত ৯টায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীরা ‘ছাত্রদের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ফ্যাসিবাদের দোসররা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।
এসময় নেতাকর্মীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। এর আগে আমরা দেখেছি জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু কোনো ধরনের বিভেদ নেই।
আরও পড়ুন
জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের দোসররা সারা দেশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসরদের হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের কোনো জায়গায় যদি ফ্যাসিস্টের আঁচড় পড়ে তাহলে ছাত্রদল জেগে উঠবে। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা দেখছি কিছু কিছু মহল যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে তারা আজ বিভিন্ন স্থানে ছাত্রদের ওপর হামলা করেছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। ইন্টেরিম সরকার ষড়যন্ত্র রুখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। একটি নির্বাচিত সরকারই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন।
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএল/এসএসএইচ