ঢাবিতে ৫ দিনব্যাপী আইটি বিষয়ক আন্তর্জাতিক ট্রেনিং শুরু

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি

১৬ জুন ২০২১, ১২:৪০ এএম


ঢাবিতে ৫ দিনব্যাপী আইটি বিষয়ক আন্তর্জাতিক ট্রেনিং শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি)-এর উদ্যোগে ও ইউরোপিয়ান ইউনিয়নের এশিয়া কানেক্ট প্রোজেক্টের সহায়তায় হ্যান্ডস অন ট্রেনিং অন ফান্ডামেন্টাল ওয়েব অ্যান্ড অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইস্যু ফর এনআরইএন প্রফেশনালস শীর্ষক পাঁচ দিনব্যাপী আইটি বিষয়ক আন্তর্জাতিক ট্রেনিং শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি) তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণকারী আইটি ইঞ্জিনিয়ার, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিকিউরিটি প্রফেশনালস, তরুণ শিক্ষক-গবেষকসহ সংশ্লিষ্টরা তথ্য ও সাইবার নিরাপত্তা বিষয়ে নিজেদেরকে আরও দক্ষ ও সমৃদ্ধ করতে সক্ষম হবে। তিনি এই ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক ট্রেনিং প্রোগ্রামে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান ও মিয়ানমারের আইটি পেশাজীবীরা ভাচুর্য়ালি অংশগ্রহণ করছেন।

এইচআর/ওএফ

Link copied