ভোটকেন্দ্রে মিডিয়া-পর্যবেক্ষক ঢুকতে বাধা, ‘অ্যালার্মিং’ বললেন ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্র সংশ্লিষ্টদের আচরণবিধি ও স্বচ্ছতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই উদ্বেগ জানান।
ফরহাদ বলেন, ভোটকেন্দ্রে মিডিয়া এবং নির্বাচনী পর্যবেক্ষকদের ঢুকতে না দেওয়া খুবই অ্যালার্মিং। বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রে কি হচ্ছে আমরা কিছুই জানতে পারিনি, যা স্বচ্ছ ভোটের পরিবেশের জন্য গুরুতর সমস্যা। নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা যারা আছেন, তারা এসব অভিযোগের দায় এড়িয়ে যেতে পারবেন না।
সরাসরি কেন্দ্রের ভেতরে গিয়ে দেখা গেছে, নিরাপত্তা জোরদার থাকায় সাংবাদিক এবং পর্যবেক্ষকরা প্রবেশে আটকা পড়েছেন। ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা প্রবেশের জন্য অপেক্ষা করছেন।
ফরহাদ অভিযোগ করেন, এই সময়টাতে কেন্দ্রের ভিতরে অসংগতি ঘটতে পারে। বিভিন্ন কেন্দ্র থেকে শিক্ষার্থীদের নানাভাবে হয়রানির খবর পাওয়া যাচ্ছে। তারা অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিতে এসেছে, তাদের অধিকার ক্ষুণ্ন করা ঠিক নয়।
ফরহাদ আরও বলেন, ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আবেগের জায়গা। জুলাই বিপ্লবের পর আমরা সুন্দর একটা ক্যাম্পাস এবং স্বাধীন ডাকসু পেয়েছি। এখানে শিক্ষার্থীদের আবেগের সঙ্গে ছিনিমিনি খেলা মোটেও গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বুথের ১০০ মিটারের মধ্যে লিফলেট বিতরণ নিষিদ্ধ থাকলেও কিছু কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নিরাপত্তা জোরদার রাখা হয়েছে, তবে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের বিষয়টি এখনও উদ্বেগের কেন্দ্রবিন্দু হিসেবে রয়ে গেছে।
টিআই/এআইএস