ডাকসু নির্বাচনের ভোটগণনা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এর কিছুক্ষণ পর থেকে ভোটগণনা শুরু হয়েছে।
ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার আগে ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারবেন।
নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্তভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সারাদিনের ভোটে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডাকসু নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। বিভিন্ন হলের ভোটের হার নিচে দেওয়া হলো:
জহুরুল হক হল : মোট ভোটার ১৯৬৩ জন, ভোট দিয়েছেন ১৬৫৮ জন (৮৩.৪৩%)।
এস এম হল : মোট ভোটার ৬৬৫ জন, ভোট দিয়েছেন ৫৫২ জন (৮২.৯৩%)।
জগন্নাথ হল : মোট ভোটার ২২২২ জন, ভোট দিয়েছেন ১৮৩১ জন (৮২.৪৫%)।
রোকেয়া হল : মোট ভোটার ৫৬৭৬ জন, ভোট দিয়েছেন ৩৯০৭ জন (৬৯%)।
সুফিয়া কামাল হল : মোট ভোটার ৪৪৩৩ জন, ভোট দিয়েছেন ২৯৪৭ জন (৬৬.৪৮%)।
সূর্যসেন হল : মোট ভোটার ১৪৯৮ জন, ভোট দিয়েছেন ১৩১৬ জন (৮৮%)।
কবি জসীমউদ্দিন হল : মোট ভোটার ১৩০৩ জন, ভোট দিয়েছেন ১১১৭ জন (৮৬%)।
জিয়া হল : মোট ভোটার ১৭৫৩ জন, ভোট দিয়েছেন ১৩১৫ জন (৭৫%)।
শেখ মুজিবুর রহমান হল : মোট ভোটার ১৬০৯ জন, ভোট দিয়েছেন ১৩৯৩ জন (৮৭%)।
ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন।
এসএআর/এমএন