জাকসু নির্বাচনে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরও ২ কেন্দ্রে ভোটগ্রহণ

শেষ সময়ে ভোটারদের ভিড় বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দুই কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও তাজউদ্দিন আহমদ হলে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের নির্ধারিত সময় ছিল। তবে শেষ সময়ে ভোটারদের উপস্থিতি বেড়ে যাওয়ায় সময়সীমা অতিক্রম করে ভোটগ্রহণ চালিয়ে যেতে হয়।
দুই হলের রিটার্নিং কর্মকর্তারা জানান, বিকেল ৫টার মধ্যে যারা লাইনে দাঁড়িয়েছিলেন, শুধু তাদের ভোটগ্রহণ করা হয়েছে। অতিরিক্ত সময়েও শুধুমাত্র ওই ভোটারদেরই ভোট নেওয়া হয়।
ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পর পুরাতন প্রশাসনিক ভবনে ব্যালট বাক্স আনা শুরু হয়। নিরাপত্তা নিশ্চিত করতে মুরাদ চত্বর, পুরাতন প্রশাসনিক ভবন, বটতলা, প্রান্তিক গেট, ডেইরি গেট, ট্রান্সপোর্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
নির্বাচন ঘিরে চতুর্দিক থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল এপিবিএন, বিজিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আরও পড়ুন
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জাকসু নির্বাচনকে ঘিরে মোট ১ হাজার ৫৩৪ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করেছে।
এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী।
মেহরব হোসেন/এআরবি