চাকসু নির্বাচনে অংশ নেবেন না তালাত মাহমুদ রাফি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
পোস্টে রাফি লেখেন, আমি রাজনীতিতে নতুন। আগে কখনো রাজনীতিতে যুক্ত ছিলাম না। একজন শিক্ষানবিশ হিসেবে শেখার চেষ্টা করছি। ব্যক্তিগত ও সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমি এবার চাকসু নির্বাচনে অংশ নিচ্ছি না।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ক্যাম্পাসে আমার সিনিয়র আরও অনেক সেশন রয়েছে। আমার পরিচিত অনেক সিনিয়র, জুনিয়র ও বন্ধুরা নির্বাচনে অংশ নিচ্ছেন। আমি তাদের পাশে থাকব, সহযোগিতা করব। এর বাইরে আর কোনো কারণ নেই। কোনো রাজনৈতিক চাপ নেই। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সংগঠনের শীর্ষনেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছি।
সাংগঠনিক কাজে মনোযোগের বিষয় নিয়ে রাফি লেখেন, নির্বাচনে না থেকেও শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো বিষয়ে আগের মতোই সক্রিয় থাকব। আপাতত সাংগঠনিক কাজেই মনোযোগ দিতে চাই। এখন সংগঠনকে শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য।
সবশেষে রাফি তাকে উৎসাহ দেওয়া ও সাহস জোগানো সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখেন, আপনাদের সহযোগিতা চিরকাল কাম্য। আমিও মানুষ, আমারও ভুল হয়। আপনাদের পরামর্শ ও সমালোচনায় ভুল শোধরাতে চাই। আমাকে দোয়ায় রাখবেন। দেখা হবে অধিকার আদায়ের মিছিলে, সংগ্রামের রাজপথে। ইনকিলাব, জিন্দাবাদ।
আতিকুর রহমান/এআরবি