শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় যে ভর্তি করার কথা ছিল সেটা আমরা স্থগিত করেছি। আগামীকাল সিন্ডিকেটের মিটিংয়ে বাকি কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে। আপনাদের এটা নিশ্চিত করছি যে এই ভর্তি স্থগিত করা হলো।
জুবায়ের জিসান/এএমকে