ঢাবির প্রতিটি হলে আধুনিক আইটি ও ক্যারিয়ার সেন্টার করার পরিকল্পনা ডাকসুর

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, জ্ঞান চর্চা, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামক আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম জানান, আধুনিক কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরেও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি গবেষণা, একাডেমিক কাজগুলোর প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও থিসিস প্রস্তুতিকরণসহ অনলাইনের সব সুবিধা খুবই সহজলভ্য ও দ্রুততর সময়ে পাবে।
তিনি বলেন, আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে এক অপরিহার্য অনুষঙ্গ হলো কম্পিউটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সামগ্রিক বাস্তবতায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, জ্ঞান চর্চা, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে কম্পিউটার ল্যাবের বিকল্প নেই।
আরও পড়ুন
মাজহারুল ইসলাম বলেন, ল্যাব যদি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে স্থাপিত হয়, তাহলে শিক্ষার্থীরা জন্য ক্লাসরুমের বাইরেও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি গবেষণা, একাডেমিক কাজগুলোর প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও থিসিস প্রস্তুতিকরণসহ অনলাইনের সব সুবিধা খুবই সহজলভ্য ও দ্রুততর সময়ে পাবে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে প্রস্তুত করতেও আরও বেশি সক্ষম হবে।
ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক বলেন, এসব চিন্তা থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের বেসিক ডিমান্ড হিসেবে আমরা প্রতিটি আবাসিক হলে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামক আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করতে যাচ্ছি। যা শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের একটি হাব হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা সামগ্রিক পরিকল্পনার কথা অবহিত করলে তারা সাধুবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রতিটি আবাসিক হলে ল্যাবের জন্য শুধু একটি রুম বরাদ্দ দিলে অবশিষ্ট সামগ্রিক কাজ আমরা সম্পন্ন করব। সেন্ট্রাল প্রশাসনকে অবহিত করার পাশাপাশি গতকাল (শুক্রবার) শেখ মুজিব হল ও রোকেয়া হলের প্রভোস্ট ও ম্যাডাম বরাবর রুমের জন্য লিখিত আবেদন করেছি। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রতিটি আবাসিক হলে ল্যাবের জন্য একটি রুমের আবেদন করব এবং রুম বরাদ্দ পেলে ল্যাব তৈরির কাজ শুরু করব।
কম্পিউটার ল্যাবকে শিক্ষার্থীদের জন্য অধিকতর কার্যকর করতে কিছু পরিকল্পনার কথাও জানান মাজহারুল ইসলাম।
এসএআর/এসএসএইচ