স্টামফোর্ডের প্রতিষ্ঠাতা ড. এম. এ. হান্নান ফিরোজের জন্মবার্ষিকী উদযাপন

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রয়াত প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের ৭০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এ আয়োজন হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন ও একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান ড. মতিন রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ফারহানা চৌধুরী, পিআরডি বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারক, আইটি বিভাগের প্রধান আনিসুর রহমান ও এডমিশনের ভারপ্রাপ্ত প্রধান আশিক মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।
আবেগঘন কণ্ঠে প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ ড. হান্নান ফিরোজকে স্মরণ বলেন, তিনি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি ছিলেন অগ্নিশিখা—যিনি অন্ধকারে আলো জ্বেলে দেখিয়েছিলেন পথ।
স্মৃতিচারণ শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সবার চোখে তখন এক অদৃশ্য অথচ স্পষ্ট মানুষটির ছায়া, যিনি জীবনের শেষদিন পর্যন্ত শিক্ষা ও মানবকল্যাণের সেবায় ছিলেন অটল।
অধ্যাপক ড. এম. এ. হান্নান ফিরোজ ১৯৫৬ সালের ১ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ পথচলার শেষে তিনি ২০১৭ সালের ২৯ অক্টোবর ইন্তেকাল করেন। তবে তাঁর স্বপ্ন, তাঁর সাধনা, তাঁর প্রতিষ্ঠিত স্টামফোর্ড আজও বহমান, আজও দীপ্ত।
আজকের এই জন্মবার্ষিকীর আয়োজন তাই শুধু একটি স্মরণ নয়—এ যেন শপথ, প্রেরণা ও আলোর দিশা, যেখানে স্টামফোর্ড পরিবার বারবার উচ্চারণ করে— তিনি নেই, তবুও তিনি আছেন— প্রতিটি ইট, প্রতিটি স্বপ্ন, প্রতিটি শিক্ষার্থীর চোখে।
এআইএস
