হাসিবের জানাজায় এক কাতারে জাহিদুল-রাকিব-সাদিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের জানাজায় এক কাতারে দাঁড়ান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে হাসিবের প্রথম জানাজায় এ দৃশ্য দেখা যায়।
জানাজায় অংশ নিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমাদের আদর্শ-রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু হাসিবের সবচেয়ে বড় পরিচয় হলো সে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা। আজ হাসিবের এই মৃত্যুতে আমরা পুরো ছাত্রসমাজ শোকাহত। আল্লাহ যেন হাসিবের সকল ভালো কাজ ও সৎ চিন্তাকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন।
ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, হাসিব আমাদের ছাত্রদল পরিবারের একজন গর্বিত সদস্য। জুলাই অভ্যুত্থানে হাসিবের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মিরপুরে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। সকলের সঙ্গে তার ছিল আন্তরিক ও মিশুক সম্পর্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, হাসিবের রাজনৈতিক পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো, সে জুলাই যোদ্ধা। আমরা তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
আরও পড়ুন
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, গত এক বছর ধরে ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠন নিয়ে যে ফুলের বাগান সাজিয়েছি, তা থেকে আজ একটি ফুল ঝরে গেল। আমার হাসিবের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন হাসিবকে ক্ষমা করে দেন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দীন আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সেক্রেটারি আরিফুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে রাত ১০টার দিকে হঠাৎ খিঁচুনি এবং বুকে ব্যথা অনুভব করেন হাসিব। তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এমএল/এআরবি