চাকসুতে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের ৮ দফা ইশতেহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আট দফা ইশতেহার ঘোষণা করেছে শাখা ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। পাশাপাশি এই আট দফায় ৬৯টি সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন ও এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এসব ইশতেহার তুলে ধরেন।
ঘোষিত ইশতেহারের মূল বিষয়গুলো হলো- শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থার মান উন্নয়ন ও সম্প্রসারণ, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, সাহিত্য-সংস্কৃতি-ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রম সমৃদ্ধকরণ, ক্যারিয়ার উন্নয়নে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
আরও পড়ুন
ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে আমরা ইশতেহারে শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেছি। নির্বাচিত হলে এক বছরের মধ্যে যতটুকু সম্ভব, ততটুকু বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।
আতিকুর রহমান/এআরবি