বিইউপি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচার নিশ্চিতের দাবি জাবি ছাত্রদলের

সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল্লাহ সালমান বলেন, আমরা আছিয়াকে ভুলে যাইনি, আমরা তনুকেও ভুলে যাইনি। আমাদের স্বরণে রয়েছে সুবর্ণচরের সেই গৃহবধূ, শুধু বিএনপিকে ভোট দেওয়ার কারণে যাকে গণধর্ষণ করা হয়েছিল। ঠিক তেমনিভাবে মধ্যযুগীয় বর্বরতা প্রকাশ করে এই বিইউপি শিক্ষার্থীকে সাভারের খ্রিস্টানপাড়ায় যেভাবে গণধর্ষণ করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস স্যারকে মনে করিয়ে দিতে চাই, আপনি শুধু নিজের মামলাগুলোই তুলেছেন আর অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে যেই মামলাগুলো রয়েছে আপনার সেগুলো নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। আপনার যদি কোনো ভ্রুক্ষেপ থাকতো তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন থাকতো না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই- যদি ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে বাংলাদেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে দুর্বারভাবে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবো।
জাবি ছাত্রদলের সদস্য তানজিলা হোসেইন বৈশাখী বলেন, আমরা নারী নিপীড়নের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছি। কিন্তু আজ দেড় বছর পেরিয়ে গেলেও কোনো কিছু আমরা দৃশ্যমান দেখছি না। বাংলাদেশে এখন কোথাও কোনো নারী নিরাপদ নয়। বিচার ব্যবস্থার এমন করুণ পতন হয়েছে যে ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট রেজিম এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল, যে বিচারহীনতার সংস্কৃতির কারণে বাংলাদেশে সব সময় হানাহানি, খুনখারাপি লেগেই থাকতো। নারীরা তাদের নিরাপত্তা পেত না। নারীদের ওপর নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছিল। আমরা দেখি সিলেটের এমসি কলেজে গৃহবধূকে বেঁধে রেখে ছাত্রলীগের নেতাকর্মীরা গণধর্ষণ করেছিল। আমরা দেখেছি কুমিল্লা ক্যান্টনমেন্টের মতো নিরাপদ এরিয়াতে তনুর মতো শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছিল। আমরা বলতে চাই গত ১৭ বছরে যখন এই সমস্ত ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হয়নি এবং ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত না হওয়ার কারণে এই ধরনের ঘটনাগুলো বার বার ঘটছে। তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাই সাভারের নিজ বাসায় বিইউপি শিক্ষার্থীকে গণধর্ষণের মতো ঘটনা। আমরা ইন্টেরিম সরকারকে বলতে চাই- অনতিবিলম্বে সাভারের যে শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে, এই ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন।
আরএআর