থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাকৃবি ছাত্র সাঈদ মারা গেছেন

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ নিজ বাড়িতে মারা গেছেন। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে পরিবার তার মৃত্যুর কথা জানিয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
অধ্যাপক ড. মো. রহুল আমিন বলেন, সে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় বেশি আহত ছিল না। তার সব টেস্টের ফলাফল নরমাল ছিল। কিন্তু আজকে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর খবর জানানো হয়। আমরা ধারণা করছি স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যেতে পারে। তবে বাস্তবে কিভাবে বা কেন মারা গেছে সেটা আল্লাহ ভালো জানেন।
মরহুমের জানাজা তার নিজ বাসা বাকৃবি ফিশারিজ মোড় সংলগ্ন ময়মনসিংহ সদরের দীঘারকান্দা ঈদগাহ মাঠে আজ আছরের নামাজের পর অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ করার সময় সে এবং তার দুই বন্ধু আপন ও রাব্বি বাইক দুর্ঘটনায় আহত হয়। রাব্বি দেশে চিকিৎসা নিচ্ছে এবং আপন গুরুতর অসুস্থ অবস্থায় এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন।
মুসাদ্দিকুল ইসলাম/আরকে