জকসু নির্বাচন উপলক্ষ্যে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষ্যে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।
নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে।
বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত শর্তসাপেক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। এরপর ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখতে লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ থাকবে।
শর্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইব্রেরি ব্যবহারকারীদের জকসু ও হল সংসদ নির্বাচন বিধিমালা–২০২৫ এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শৃঙ্খলা বিধিমালাও অনুসরণ করতে হবে। কেউ এসব বিধি লঙ্ঘন করলে বা আইন–শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে তার লাইব্রেরি ব্যবহারের অনুমতি বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএল/এমএসএ