বিশ্বজিৎ হত্যার বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা দিতে চায় জবি শিক্ষক সমিতি

রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় শিবির সন্দেহে বিশ্বজিৎ কুমার দাসকে সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীদের দ্বারা নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে তার পরিবারকে আইনি সহায়তা দিতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন।
তিনি বলেন, গত ১৩ বছরেও বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে না পারা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্বজিৎ-এর পরিবারকে পর্যাপ্ত আইনি সহায়তা প্রদান করে এ হত্যার বিচারকে দৃশ্যমান করতে উদ্যোগ নিতে চাই।
এ সময় তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, বিশ্বজিৎ হত্যার দৃশ্যচিত্র আজও দেশের মানুষকে কাঁদায় এবং আমাদের স্মরণ করিয়ে দেয় যে দণ্ডহীনতার সংস্কৃতি রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্য মারাত্মক হুমকি। আমি গভীর শোকের সঙ্গে স্মরণ করছি নিহত বিশ্বজিৎ দাসকে; একই সঙ্গে শোকাহত পরিবার এবং ন্যায়বিচারের জন্য সংগ্রামরত সব মানবাধিকারকর্মীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
সংবাদ সম্মেলনে তারা চার দফা দাবি উপস্থাপন করেন–
১. ন্যায়বিচারের সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
২. রাজনৈতিক সন্ত্রাস ও ছাত্র সংগঠনের সহিংসতা কঠোরভাবে নির্মূল করতে হবে।
৩. নিরীহ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
৪. বিশ্বজিৎ-এর স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগ গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে ককটেল বিস্ফোরণের পর ধাওয়া করে বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।
এমএল/বিআরইউ