খালেদা জিয়ার মৃত্যুতে জবি শিক্ষক সমিতির শোক, শিবিরের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনায় ক্যাম্পাসে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই শোক জানানো হয়।
এতে শিক্ষক নেতারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশের এক চরম সংকটকালে খালেদা জিয়া বাংলাদেশের হাল ধরেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনীতির বিকাশে তার আপসহীন সংগ্রাম ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ ও জাতীয় অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
এদিকে, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ (মঙ্গলবার) আসর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। দোয়া মাহফিলে সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন কারাবরণ করেছেন। তিনি মজলুম ছিলেন এবং জালিমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। দেশ ও জাতির জন্য তার অনবদ্য অবদান রয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
এ সময় উপস্থিত ছিলেন– বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সালাহউদ্দিন, শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এমএল/বিআরইউ