আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে ‘দি আর্ট অব কোয়ালিটি টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ ইন টেক্সটাইল’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এই সেমিনারে টেক্সটাইল খাতে মানসম্মত শিক্ষা ও ফলিত গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে মূল আলোচক ছিলেন জাপানের শিজুওকা ইউনিভার্সিটির প্রখ্যাত শিক্ষক এবং ‘সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশ’-এর সভাপতি অধ্যাপক ড. এম. এ. বারিক।
জাপানে শিক্ষকতা ও গবেষণার দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে ড. বারিক বলেন, শিক্ষক ও গবেষকদের গবেষণার প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে। আর্থিক লাভের চেয়ে পেশাগত উৎকর্ষ সাধনে শিক্ষকদের গবেষণায় বেশি গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতে আইএসইউ-এর শিক্ষকদের জাপানের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উচ্চতর ডিগ্রি অর্জনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আইএসইউ-এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে সেমিনারে আরও অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক এবং সেমিনারের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান।
এ ছাড়া, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএসইউ-এর জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী।
এমজে