ঢাবিতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আগামী শনিবার ৩১ (জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (BDEO) ২০২৬’-এর জাতীয় পর্ব। ২০১৯ সালে যাত্রা শুরু করা এই অলিম্পিয়াডের এটি অষ্টম আসর। দেশব্যাপী তরুণ শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি শিক্ষার প্রসার ও বিশ্লেষণাত্মক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন।
জাতীয় পর্যায়ের এই মূল আসরের আগে সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছিল। চূড়ান্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তিনটি বিভাগে (জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড) অংশ নেবেন। প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে তাদের অর্থনৈতিক যুক্তি, তাত্ত্বিক জ্ঞান এবং সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হবে।
অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হবে অনুষ্ঠানের দিন সকাল ৮:৩০ মিনিটে নিবন্ধনের মাধ্যমে। বাছাই পরীক্ষা শেষে দুপুর ১১:৪৫ মিনিটে শুরু হবে মূল অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
আয়োজনে অর্থনীতির পাশাপাশি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিয়েও বিশেষ সেশন থাকবে। পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা ডিজিটাল ব্যাংকিং ও এসএমই ব্যাংকিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠান শেষে প্রতিটি বিভাগের শীর্ষ তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড একটি জাতীয় প্রতিযোগিতা যা মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষার্থীদের অর্থনৈতিক জ্ঞান বৃদ্ধিতে কাজ করে আসছে।
