গাজীপুরে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট

গাজীপুরের পূবাইলে অবস্থিত ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির স্থায়ী ক্যাম্পাসে ১৪তম ব্যাচের প্রি-সি ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জানুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ণ মোট ৭৯ জন ক্যাডেট অংশ নেন।
বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণের ক্ষেত্রে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি ২০১০ সালের ১ মার্চ তাদের প্রথম ব্যাচের পাসিং আউট উদযাপন করেছিল। বর্তমানে এই প্রতিষ্ঠানে ১৫তম ব্যাচের ৭০ জন ক্যাডেট এবং ১০ম ব্যাচের ২৯ জন রেটিং প্রশিক্ষণ গ্রহণ করছেন।
দুই বছরের প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ ক্যাডেটরা মেসার্স হক অ্যান্ড সন্স-এর ব্যবস্থাপনায় বিভিন্ন স্বনামধন্য বিদেশি জাহাজ কোম্পানিতে আন্তর্জাতিক বেতন স্কেলে ক্যাডেট হিসেবে যোগদান করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মুহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও নৌ-পরিবহন অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, মেরিন প্রশিক্ষক এবং সরকারি-বেসরকারি পর্যায়ের পদস্থ ব্যক্তিবর্গ।
স্বাগত ভাষণে একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ মেরিটাইম শিক্ষার প্রসার, অগ্রগতি এবং প্রতিষ্ঠানের অত্যাধুনিক প্রশিক্ষণ সুযোগ-সুবিধা সম্পর্কে অতিথিদের অবহিত করেন।
অনুষ্ঠানে সার্বিক কৃতিত্বের জন্য নটিক্যাল ক্যাডেট মো. ফাহিম ফয়সাল স্বর্ণপদক লাভ করেন। এছাড়া শ্রেষ্ঠ নটিক্যাল ক্যাডেট হিসেবে শেখ তাসবিহ কবির সম্পদ এবং শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাডেট হিসেবে মো. তানভিরুল ইসলাম সিলভার পদক অর্জন করেন। বিশেষ পুরস্কার হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে সার্বিক কৃতিত্বের জন্য ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা এবং শ্রেষ্ঠ নটিক্যাল ও শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাডেটকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা করে বৃত্তির চেক প্রদান করা হয়।
ক্যাডেটদের ঐতিহ্যবাহী কুচকাওয়াজের মাধ্যমে পাসিং আউট অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়।
এমএসএ
