ইউল্যাবে অনুষ্ঠিত হলো ডিআইএমএফএফের প্রেস কনফারেন্স

রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৬-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আয়োজিত এই সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত সূচি ও প্রস্তুতি তুলে ধরা হয়।
ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ কর্তৃক উপস্থাপিত এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এই চলচ্চিত্র উৎসবটি আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এবারের উৎসবে ২৪টি দেশের নির্মাতাদের পাঠানো মোট ১৩১টি চলচ্চিত্রের মধ্য থেকে ছয়টি বিভাগে ২৫টি ছবি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
বিভাগগুলো হলো– ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিক্যাল ফিল্ম, ওয়ান মিনিট, সিটিজেন জার্নালিজম এবং আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট। উৎসবের প্রথম দিন ৩১ জানুয়ারি ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিন ১ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
প্রতিযোগিতার বিভাগ ও পুরস্কার উৎসবে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘শর্ট ফিল্ম’ বিভাগে থাকছে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’। এই বিভাগে বাংলাদেশ, চীন, ভারত, ফিলিপাইন, কোরিয়া ও মিশরের আটটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান মিনিট ফিল্ম’ বিভাগে থাকছে ‘ইউল্যাব ইয়ং ফিল্মমেকার অ্যাওয়ার্ড’।
এ ছাড়া উল্লম্ব ফরম্যাটে নির্মিত চলচ্চিত্রের জন্য ‘ভার্টিক্যাল ফিল্ম’ এবং সবার জন্য উন্মুক্ত ‘ওপেন ডোর’ বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার প্রদান করা হবে।
এ বছর নতুন যুক্ত হওয়া ‘সিটিজেন জার্নালিজম’ বিভাগে সামাজিক ন্যায়বিচার ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি চলচ্চিত্রের কারিগরি কুশলীদের সৃজনশীলতাকে সম্মান জানাতে প্রথমবারের মতো প্রবর্তিত হয়েছে ‘আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড’।
জুরি ও অংশীদার ডিআইএমএফএফ ২০২৬-এর জুরি বোর্ডে রয়েছেন নেপালি পরিচালক দীপেন্দ্র গৌচান, বাংলাদেশের চিত্রগ্রাহক ও পরিচালক শেখ রাজিবুল ইসলাম, ফরাসি পরিচালক লিওন দেস্ক্লোজো এবং বাংলাদেশি-ব্রিটিশ নির্মাতা লীসা গাজী।
উৎসবে প্রিন্ট ও অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে– দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি সমকাল, ঢাকা পোস্ট ও ইত্তেফাক। ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই এবং ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ভিশন, ঢাকা জার্নাল ও মাছরাঙা।
সংবাদ সম্মেলনে উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ফেস্টিভ্যাল ডিরেক্টর জাহরা নুসরাত, এইচআর ও স্ট্র্যাটেজিক ম্যানেজার এস. এম. রাহনুমা অপসরা, ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর সোহান শেখ এবং পিআর ও মিডিয়া ম্যানেজার মোস্ত. রাফিয়া সুলতানা।
উৎসবের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
প্রথম দিন: https://bit.ly/dimff26day1
দ্বিতীয় দিন: https://bit.ly/dimff26day2
বিআরইউ
