দ্বিতীয় মেয়াদে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, শাবি

৩০ জুন ২০২১, ০৭:৫৪ পিএম


দ্বিতীয় মেয়াদে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন

ফরিদ উদ্দিন

দ্বিতীয় মেয়াদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার (৩০ জুন) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর এবং প্রথম মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যোগদানের তারিখ হতে তা কার্যকর হবে।

এতে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন, বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

এছাড়াও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্যসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তিনি ২০১৭ সালের ১৭ আগস্ট শাবি উপাচার্য হিসেবে প্রথম নিয়োগ পান।

জুবায়েদুল হক রবিন/এমএএস

Link copied