মুক্তি পেলেন ছাত্র অধিকার পরিষদ নেতা আখতার

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১ জুলাই) উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আখতার। এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও আখতার হোসেনের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
জামিনের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেন দীর্ঘদিন মিথ্যা রাজনৈতিক মামলায় জেলে থাকার পর আজ সন্ধ্যায় মুক্তি পেয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল শাহবাগ থানার দুই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আখতার হোসেনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এইচআর/ওএফ/জেএস