হাবিপ্রবিতে যেমন কাটল বিদেশি শিক্ষার্থীদের ঈদ

ঈদে বিদেশি শিক্ষার্থীদের ঘোরাঘুরি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদেশি অনেক শিক্ষার্থী পড়াশোনা করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধ বিশ্ববিদ্যালয় খুলে যাবে এমন আশায় তাদের অনেকে নিজ দেশে ফেরেননি।
এরইমধ্যে চলে ঈদুল আজহা। পালিতও হলো। পরিবার থেকে হাজারো মাইল দূরে থেকে বিদেশি এ শিক্ষার্থীরা এবার বাংলাদেশে ঈদ পালন করেছেন। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন, দাওয়াত গ্রহণ করেছেন।
ঈদ উদযাপনের অনুভূতি জানতে চাইলে, সোমালিয়া থেকে আসা শিক্ষার্থী আব্দুল্লাহ আলী ইব্রাহিম বলেন, সব বাংলাদেশি বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। মহামারির এ সময়ে পরিবার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ঈদ উদযাপন করা অনেকটাই কঠিন। তবে এখানকার বন্ধুরা তা একেবারেই বুঝতে দেননি।
তিনি বলেন, আমরা মসজিদে প্রার্থনা করেছি। অনেক ঘুরেছি এবং ছবি তুলেছি। মেসেঞ্জারে নিজ পরিবারের সঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাঙালি বন্ধুদের বাড়িতে দাওয়াত পেয়েছি। এটি আমার জীবনের স্মরণীয় ঈদ হয়ে থাকবে। এমন ঈদ উদযাপন করার সুযোগ দেওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
নাইজেরিয়া থেকে আসা শিক্ষার্থী আবু বকর সাইদু বলেন, ঈদুল আজহা মুসলিমদের জন্য একটি শিক্ষণীয় উৎসব। কোরবানি শব্দের অর্থ ত্যাগ এবং ত্যাগের মাধ্যমে আমরা অপরকে সাহায্য করার শিক্ষা পাই৷ এ ত্যাগের শিক্ষা হযরত ইব্রাহিমের (আ.) শিক্ষা যা মুসলিমরা পালন করে থাকি।
তিনি বলেন, উচ্চশিক্ষার জন্যই হাজার হাজার কিলোমিটার পাড়ি হয়ে হাবিপ্রবিতে এসেছি। পরিবারের বাইরেও আরেকটি পরিবার হয়ে উঠেছে এখানে। বাঙালিসহ সব বিদেশি বন্ধুরা একসঙ্গে ঘুরেছি, আনন্দ করেছি। আমার ডায়েরির অনেকগুলো পাতায় এবারের ঈদ নিয়ে লিখেছি। এ ঈদ আমার জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।
আব্দুল্লাহ আলী ইব্রাহিম এবং আবু বকর সাইদুর মতো বিদেশি অনেক শিক্ষার্থীকে নিয়ে ঈদে ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। তাদের একজন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান।
তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময়টা বেশ কেটেছে। আড্ডায় তাদের ছোটবেলার ঈদের স্মৃতিচারণ শুনতে বেশ ভালো লেগেছে। বিভিন্ন দেশের বন্ধুরা একসঙ্গে নিজেদের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা করে তৃপ্ত হয়েছি। এবারের ঈদে বিদেশি বন্ধুদের একা থাকতে দিইনি। তাদের একাকীত্ব অনুভব করতে দিইনি।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে নাইজেরিয়া, সোমালিয়া, নেপাল, ভারত, ভুটানসহ কয়েকটি দেশ থেকে আসা শিক্ষার্থীরা পড়াশোনা করেন।
আরএইচ