ওয়েবসাইটে আইডি কার্ডের সফট কপি পাবেন জবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরিচয়পত্রের সফট কপি সংগ্রহ করতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক শ্রেণীর নিয়মিত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের কপি ও অন্যান্য কাগজপত্র দিয়ে নির্বাচন অফিসে আবেদন করলে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র পাবেন তারা। ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলেছে। নির্বাচন কমিশনের প্রতিটি অফিসেই এ নির্দেশনা দেওয়া আছে।
সোমবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী মুঠোফোনে বিষয়টি ঢাকা পোস্টকে জানান।
তিনি বলেন, ১৫তম ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীরই আইডি কার্ড নেই। এছাড়াও অনেক শিক্ষার্থী আইডি কার্ড হারিয়ে নতুন আইডি কার্ডের জন্য আবেদন করেছেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক শ্রেণির নিয়মিত সব শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.jnu.ac.bd/) স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করতে পারবেন।
এমটি/আরএইচ