ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা প্রত্যাহারের দাবি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৭ আগস্ট ২০২১, ০৬:৪৬ পিএম


ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা প্রত্যাহারের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

শনিবার (৭ আগস্ট) প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাসুদ রানা (মার্ক্সবাদী), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) সভাপতি আল কাদেরী জয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তারা।

এর আগে গত ২ আগস্ট বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক সনাতন ধর্মের অনুসারীদের অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এ মামলা করেন।

বিবৃতিতে নেতারা বলেন, বিতর্কিত এ আইনে লেখক মুস্তাককে কারাগারে কার্যত হত্যা করা হয়েছে। ঝুমন দাশসহ শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেককে গ্রেফতার ও হয়রানি করা হয়েছে। দেশ ও দেশের বাইরে বিশিষ্ট ব্যক্তিত্বসহ প্রগতিশীল ও গণতান্ত্রিক সংগঠন এ আইন বাতিলের দাবি জানিয়েছে। আন্দোলনের চাপে শাসকগোষ্ঠী আইনটি সংশোধনের কথা বলেছিলেন। প্রগতিশীল ছাত্র জোট দীর্ঘ দিন ধরে এ আইন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। এমন সময়ে এই আইনে আবারও মামলা দেওয়া হলো।

নেতারা আরও বলেন, ২৮ ও ৩১ ধারায় মামলা দেওয়া হয়েছে। এ ধারা দুটি ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত হানা’ সংক্রান্ত। মানুষের ধর্মীয় অনুভূতি এতই সূক্ষ্ম যে, কার কোন বিষয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে সেটা কীভাবে নির্ধারিত হবে কিংবা ধর্মীয় অনুভূতির বিষয়টি কে ঠিক করবে এ সম্পর্কে কোনো কথা নেই। তাই এই আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা বেশি।

বিবৃতিতে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল আইনে গ্রেফতার হওয়া সবার মুক্তি ও এই আইন বাতিলের দাবি জানান তারা।

এইচআর/ওএফ

Link copied