আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম ঢাবি

আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) দক্ষিণ এশিয়া আঞ্চলিক পর্বে প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ গত ১৪ আগস্ট অনলাইনে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার ফলাফল সোমবার (১৬ আগস্ট) প্রকাশ করা হয়।
এ প্রতিযোগিতায় বাংলাদেশের ১০৮টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আঞ্চলিক পর্বে বিজয়ীরা আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ প্রতিবছর আইসিপিসি প্রতিযোগিতায় আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে আসছে।
এইচআর/এসকেডি