ঢাবিতে অটোরিকশা চালককে কান ধরিয়ে ওঠ-বস

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

২০ আগস্ট ২০২১, ০৫:৩৭ এএম


ঢাবিতে অটোরিকশা চালককে কান ধরিয়ে ওঠ-বস

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক সিএনজি চালিত অটোরিকশা চালককে কান ধরিয়ে ওঠ-বস করতে বাধ্য করেছেন এক শিক্ষার্থী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম সাদিক খান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের অব্যাহতিপ্রাপ্ত সাবেক সহ-সভাপতি। মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১৭ ডিসেম্বর তাকে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

অটোরিকশা চালককে ২০ বার কান ধরে ওঠ-বস করার হুকুম করেন সাদিক। ভিডিওতে দেখা যায়- সাদিক বলছেন, ‘তুমি কীভাবে গাড়ি চালাচ্ছিলা, হ্যাঁ? ঠিকভাবে না ভুলভাবে?’ এ সময় সিএনজি চালক উত্তর দেন, ‘ভুল হইছে ভাই।’ উত্তরে সাদিক খান বলেন, ‘ভুল করছ, কোথায় আইসা তুমি ভুল করছ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইসা ভুল করছ। গাড়ির মধ্যে একগাদা বাচ্চাকাচ্চা নিয়ে আইসা ভুল করছ। তুমি বলো তোমার কী শাস্তি হওয়া উচিত? তুমি এখন ২০ বার কান ধরে ওঠ-বস করো।’ 

এরপর চালক কান ধরে ওঠ-বস করেন। এ সময় সাদিক খান বলতে থাকেন, ‘তাড়াতাড়ি কর, নইলে থাপড়ায়ে নিচখান সমান করে দিবানি।’

এ বিষয়ে অভিযুক্ত সাদিক খান বলেন, ‘ভুল পথে গাড়ি চালানোর জন্য ওকে কান ধরে ওঠ-বস করিয়েছি। সচেতন নাগরিক হিসেবে আমি এ কাজটি করেছি। তাকে আরও বেশি শাস্তি দেওয়া দরকার ছিল। কান ধরানোর জায়গায় নীলডাউন করালে আমার ভালো লাগত। অন্যদেরকে সচেতন করার জন্য ভিডিওটি ফেসবুকে দেয়া হয়েছে।’

একজন সচেতন নাগরিক হয়ে মোরাল-পুলিশিং করতে পারেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি এই কাজকে জনসেবা বা সচেতনতা বৃদ্ধি বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আলোচনায় থাকতে হবে, সেটা হোক সমালোচনা, ডাজেন্ট ম্যাটার।’

এইচআর/এইচকে

Link copied