অক্টোবরে খুলছে শাবির হল

অক্টোবরে পূজার ছুটির পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সোমবার (১৩ সেপ্টেম্বর) হল খোলা-সংক্রান্ত বিষয়ে আলাপকালে ঢাকা পোস্টকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা শেষ এজন্য আমরা হল খোলার বিষয়ে এত তাড়াহুড়ো করব না। আমরা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পূজার ছুটির পর হল খুলে দেবো।
উপাচার্য আরও বলেন, হল খোলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে। হল খোলার পর কোনো অছাত্র, বহিরাগত ও হলে ভর্তি নেই এমন শিক্ষার্থী থাকতে পারবে না।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী দুর্গাপূজার ছুটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত।
এমএসআর